রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সুধীজনের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।
গতকাল ৩রা জুন বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।
সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর পরিচিতি পর্ব শেষে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জমান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মানোবেন্দ্রো মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সজল সোম, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্যা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর প্রমুখ বক্তব্যে রাখেন। সভায় স্বাগত বক্তব্যে রাখেন সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান।
এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।