ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
গরু চুরি রোধে খানখানাপুরে পুলিশের বিট পুলিশিং সভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৬-০৮ ১৮:১০:০২

 রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর আমিরুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল ৮ই জুন বিকেলে গরু চুরি রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
 সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান বক্তব্য রাখেন।
 রাজবাড়ী সদর উপজেলা কমিউনিটি পুলিশের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহিম মল্লিক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী থানার ওসি ইফতেখারুল আলম প্রধান, খানখানাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শন মোঃ কামরুজ্জামান শিকদার, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মামুন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মোঃ আতিক আলম বক্তব্য রাখেন।

 

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ