রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে গতকাল ৮ই জুন সকালে জেলা পুলিশে কর্মরত কনস্টেবল ও নায়েকদের ১সপ্তাহ মেয়াদী ১৭তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী পুলিশ সুপারের পক্ষে দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার।
জানা গেছে, বাংলাদেশ পুলিশে কর্মরত সকল সদস্যদের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি এক সপ্তাহ মেয়াদী (অন দ্যা জন ট্রেইনিং) চালু করার নির্দেশনার প্রেক্ষিতে রাজবাড়ী জেলায় ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, ডিআইও-১ বিপ্লব কুমার দত্ত চৌধুরী, কোর্ট পুলিশ পরিদর্শক(ওসি) মোঃ মমিনুল ইসলাম সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।