“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা, নাটক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে গতকাল ১১ই জুন সকালে জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) রেজাউল করিম ও জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মুখ্য আলোচক হিসেবে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম এবং স্বাগত বক্তা হিসেবে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, জেলা দুর্নীতি দমন কমিটির অন্যান্য সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা যখন নীতির বাইরে যাই সেটাই হল দুর্নীতি। দুর্নীতি মূলত আর্থিক ভাবে, কাজের মাধ্যমে, কথায়, চিন্তা-চেতনাসহ বিভিন্নভাবে হতে পারে। আবার শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্লাস ও পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে মিথ্যা বা প্রতারনার অশ্রয় নেওয়াও এক প্রকার দুর্নীতি। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, আমাদের দুর্নীতিগুলো চিন্তা মাধ্যমেই হয়ে থাকে। যারা শুরুটা হয় ছোট বেলা থেকেই। অধিকাংশ ক্ষেত্রে একটি মানুষ যখন ছোট বেলায় স্কুল কলেজে পড়াশোনা করে তখন দেখা যায় সে ক্লাস ও পড়াশোনা ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তার বাবা-মায়ের কাছে মিথ্যা বলা মাধ্যমে ধীরে ধীরে অসৎ হতে শেখে। আর এই মানুষটি যখন বড় হয়ে যখন কোন কর্মক্ষেত্রে যায় তখন সুযোগ পেলেই অসৎ কাজ করে- দুর্নীতি করে। আবার অনেকে আছেন যারা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অতিরিক্ত চাহিদার যোগন দিতে গিয়ে আয়ের অতিরিক্ত ব্যয়ের যোগান মিটাতে গিয়ে দুর্নীতি করে। কর্মস্থলে, পাড়া-মহল্লায়, গ্রামে এমনকি পরিবারের মধ্যে অনেকে আছেন যারা প্রতিবেশীর একটি বড় ফ্রিজ আছে বলে তাকে কিনতে হবে, পাশের বাসায় দুই লক্ষ টাকার গরু কোরবানী হচ্ছে আমাকে কেউ সেই টাকার গরু কোরবানী দিতে হবে এই রকম বিভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত হয়। এভাবে নিজেকে বড় বলে জাহির করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে তার আয়ের অতিরিক্ত ব্যয় হওয়ায় সে বাড়তি ব্যয় যোগাতে দুনীতি করে। এভাবে নানা কারণে আজকে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। যা আমাদের জন্য মোটেও মঙ্গলজনক নয়। আমাদের উচিত যার সৎ ভাবে আয় যতটুকু সেটার মধ্যে তার ব্যয় নির্বাহ করা, কোন রকম দুর্নীতি না করা এবং ছেলে-মেয়েদেরকে সদা সত্য কথা বলার অভ্যাস করানো। যাতে তার দুর্নীতি মুক্ত থেকে সৎ ও যোগ্য মানুষ হিসেবে ভবিষ্যতের উন্নত স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। আর এভাবেই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশে^র বুকে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে আমরা বিশ^াস করি।
আলোচনা সভা শেষে দুর্নীতি বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ও দুর্নীতি বিরোধী নাটক মঞ্চস্থ করা হয়। শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।