রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই জুন সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল হাসান পিন্টু, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মোঃ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের বিষয়, ঈদের মধ্যে মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধ করার বিষয় নির্দেশনা, দৌলতদিয়া ঘাট এলাকায় ভাড়ার মূল্য তালিকার চার্ট টানিয়ে রাখা, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও জেলা পুলিশের অনুরোধে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক সমিতি এবার আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী ও পাংশার যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা চালু সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ বাস সার্ভিস চালু হলে রাজবাড়ী ও পাংশার যাত্রীদের দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়া পর্যন্ত টিকিট কাটার প্রয়োজন পড়বে না। এতে ভোগান্তি কিছুটা হলেও কমবে। দৌলতদিয়া থেকে রাজবাড়ীর ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা ও দৌলতদিয়া থেকে পাংশার ভাড়া ধরা হয়েছে ১৮০ টাকা।