রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ১২ই জুন সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে যুব কল্যাণ তহবিল হতে ২০২৩-২০২৪ অর্থবছরে রাজবাড়ী জেলায় নির্বাচিত ৯টি যুব সংগঠনের মাঝে ৪ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদ, এনডিসি মোঃ নাহিদ আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গরু মোটাতাজাকরণ প্রকল্পে মোস্তফা মুন্সি ইয়ুথ ফাউন্ডেশনকে ৫০ হাজার, পোশাক তৈরির প্রকল্পে বন্ধন যুব মহিলা সমিতিকে ৫০ হাজার, মৎস্য চাষ প্রকল্পে মীম নারী বন্ধন মহিলা সংগঠনকে ৫০ হাজার, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পে কিরণ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থাকে ৭৫ হাজার, প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমের আওতায় হক যুব ফাউন্ডেশনকে ৫০ হাজার, মৎস্য চাষ প্রকল্পে স্বপ্ন দর্পণ যুব উন্নয়ন সংস্থাকে ৫০ হাজার, মৎস্য চাষ প্রকল্পে দরিদ্র মানবকল্যান সংস্থাকে ৫০ হাজার, মৎস্য চাষ প্রকল্পে তিতাস দরিদ্র মোচন উন্নয়ন সংস্থাকে ৫০ হাজার, বৃক্ষরোপণ, আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণ কর্মসূচিতে মানবতার মাতৃসদন যুব সংঘকে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।