তীব্র তাপ প্রবাহে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতে গতকাল ১২ই জুন দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজবাড়ী ইউনিটের আয়োজনে বিশুদ্ধ পানি, ছাতা, ক্যাপ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে রাজবাড়ী পৌরসভা, পাংশা উপজেলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে, কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম, রেলগেট সহ জেলা শহরের বিভিন্ন স্থানে এ সামগ্রী বিতরণ করা হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের নেতৃবৃন্দরা রিক্সা ভর্তি করে সড়কে চলাচলরত ভ্যান, রিক্সা, অটো রিক্সা সহ বিভিন্ন যানবাহনের চালকদের হাতে বিশুদ্ধ পানি তুলে দিচ্ছেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে সচেতনতামুলক লিফলেট, ভ্যান চালক, ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ছাতা তুলে দেন তারা।
এ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। এ সময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সেক্রেটারী মোঃ আকরাম হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম সোহাগ, মিজানুর রহমান, মোঃ কামরুল ইসলাম সোহেল, ইসমত আরা, ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ নাজির শিকদার, যুব স্বেচ্ছাসেবক ও পাংশা সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, তীব্র তাপদাহ থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে এ কার্যক্রমের মাধ্যমে রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় ৪৫০টি ছাতা, ৯০০টি ক্যাপ, বিশুদ্ধ ১৫হাজার লিটার পানি, ১৩৫০ পিস গাছের চারা রোপন, তাপদাহ থেকে সুরক্ষিত থাকতে করণীয় তথ্য সংবলিত ২০হাজার পিস লিফলেট, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এ কার্যক্রম রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলাতে বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
এ সময় উপকার ভোগীরা রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের সকলকে ধন্যবাদ জানান।