ঢাকা সোমবার, আগস্ট ৪, ২০২৫
রাজবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর হাট ও ব্যাংকে ছিনতাই-প্রতারণা ঠেকাতে পুলিশ তৎপর
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-১২ ১৫:৫২:৪৭

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গতকাল ১২ই জুন দিনব্যাপী রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে হাট-বাজারের ক্রেতা বিক্রেতা ও ব্যাংকের গ্রাহকদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

 এ সময় জেলা পুলিশ হাট-বাজারে ও ব্যাংকে বিভিন্ন প্রতারণা, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, দস্যুতাসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ পূর্বক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এ উদ্যোগ গ্রহণ করে।

 জেলা পুলিশ সূত্র জানায়, ঈদুল আযহার সময় বিশেষ করে একটি প্রতারক চক্র সক্রিয় থাকে। এছাড়াও বিভিন্ন হাট বাজার ও ব্যাংকে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। এতে অনেক সময় পশু বিক্রেতা, ক্রেতা বা ব্যাংকের বিভিন্ন গ্রাহকরা প্রতারণা বা ছিনতাইকারীর কবলে পড়ে তাদের সর্বস্ব হারায়। এ বিষয়গুলো রোধ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে। 

 জানা গেছে, জেলায় মোট স্থায়ী ও অস্থায়ী মিলে ২৯টি কোরবানীর গবাদী পশুর হাট বসেছে। প্রত্যেকটি হাটের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১১ই জুন থেকে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঈদের আগের দিন পর্যন্ত জেলা পুলিশের এই তৎপরতা থাকবে। পশুর হাটে ছিনতাই, চুরি, প্রতারণা রোধের জন্য প্রত্যেকটি হাটে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার থাকবে। এছাড়াও হাট কর্তৃপক্ষকে জাল টাকা শনাক্তের মেশিন রাখার জন্য বলা হয়েছে।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে কিছু প্রতারক চক্র ও ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠে। এরা পশুর হাট, বাজার, ও ব্যাংক গুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এদের হাত থেকে পশু ক্রেতা ও বিক্রেতা এবং ব্যাংকের সাধারণ গ্রাহকদের বাঁচানোর জন্য জেলা পুলিশ মাঠে কাজ করছে। প্রত্যেকটি থানার টিম তাদের স্ব-স্ব এলাকায় হাট-বাজার, ব্যাংক গুলোতে সচেতনতামূলক সভা করছে। আমরা সবসময় হাট-বাজার ও ব্যাংকগুলো নজরদারিতে রাখছি। প্রতিদিন বিভিন্ন হাট ও ব্যাংক পরিদর্শন করছি পাশাপাশি টহল কার্যক্রম অব্যহত রেখেছি। সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে। ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এখন সবার দায়িত্ব দেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলা----জেলা প্রশাসক
রাজবাড়ী শহরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে রাজবাড়ীর নেতৃবৃন্দের অংশগ্রহণ
সর্বশেষ সংবাদ