আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গতকাল ১২ই জুন দিনব্যাপী রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে হাট-বাজারের ক্রেতা বিক্রেতা ও ব্যাংকের গ্রাহকদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এ সময় জেলা পুলিশ হাট-বাজারে ও ব্যাংকে বিভিন্ন প্রতারণা, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, দস্যুতাসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ পূর্বক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এ উদ্যোগ গ্রহণ করে।
জেলা পুলিশ সূত্র জানায়, ঈদুল আযহার সময় বিশেষ করে একটি প্রতারক চক্র সক্রিয় থাকে। এছাড়াও বিভিন্ন হাট বাজার ও ব্যাংকে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। এতে অনেক সময় পশু বিক্রেতা, ক্রেতা বা ব্যাংকের বিভিন্ন গ্রাহকরা প্রতারণা বা ছিনতাইকারীর কবলে পড়ে তাদের সর্বস্ব হারায়। এ বিষয়গুলো রোধ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে।
জানা গেছে, জেলায় মোট স্থায়ী ও অস্থায়ী মিলে ২৯টি কোরবানীর গবাদী পশুর হাট বসেছে। প্রত্যেকটি হাটের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১১ই জুন থেকে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঈদের আগের দিন পর্যন্ত জেলা পুলিশের এই তৎপরতা থাকবে। পশুর হাটে ছিনতাই, চুরি, প্রতারণা রোধের জন্য প্রত্যেকটি হাটে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার থাকবে। এছাড়াও হাট কর্তৃপক্ষকে জাল টাকা শনাক্তের মেশিন রাখার জন্য বলা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে কিছু প্রতারক চক্র ও ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠে। এরা পশুর হাট, বাজার, ও ব্যাংক গুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এদের হাত থেকে পশু ক্রেতা ও বিক্রেতা এবং ব্যাংকের সাধারণ গ্রাহকদের বাঁচানোর জন্য জেলা পুলিশ মাঠে কাজ করছে। প্রত্যেকটি থানার টিম তাদের স্ব-স্ব এলাকায় হাট-বাজার, ব্যাংক গুলোতে সচেতনতামূলক সভা করছে। আমরা সবসময় হাট-বাজার ও ব্যাংকগুলো নজরদারিতে রাখছি। প্রতিদিন বিভিন্ন হাট ও ব্যাংক পরিদর্শন করছি পাশাপাশি টহল কার্যক্রম অব্যহত রেখেছি। সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে। ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।