ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
বালিয়াকান্দিতে পুলিশের অভিযানে হেরোইনসহ ননদ-ভাবী গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৭-২৮ ১৫:১৮:৪৮

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ২৮৫ পুড়িয়া হেরোইনসহ ননদ ও ভাবী গ্রেফতার হয়েছে।

 গত ২৬শে জুলাই বিকেলে বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলগেট এলাকা থেকে এসআই আশরাফুজ্জামানের নেতৃত্বে এএসআই মিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 

 গ্রেফতারকৃতরা হলো- বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের চৈতন্য দাসের স্ত্রী পার্বতী দাস(৩৫) ও রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের কৃষ্ণ দাসের স্ত্রী দিপা দাস(৩১)। এদের মধ্যে পার্বতী দাস ননদ ও দিপা দাস ভাবী।

 বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, এ বিষয়ে বালিয়াকান্দি থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। গত ২৭শে জুলাই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 
ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের ৫ম বর্ষে পদার্পণে আলোচনা সভা-শিক্ষা বৃত্তি প্রদান
 পাংশায় মারকাজুত তাহফিজ মডেল মাদরাসার নতুন ভবন উদ্বোধন
সর্বশেষ সংবাদ