রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ৩১শে জুলাই সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সড়ক র্যালী, আলোচনা, পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
জানা যায়, সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার-ফেস্টুন সহকারে বর্ণাঢ্য সড়ক র্যালী বের হয়ে র্যালীটি পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত গিয়ে শেষ হয়। র্যালী শেষে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান একেএম সাইফুল মোর্শেদ রিংকু ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন ইতি বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ।
অনুষ্ঠানে পাংশা উপজেলায় মৎস্য সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মাছপাড়া ইউনিয়নের নিভা এনায়েতপুর গ্রামের মৎস্য চাষী মোঃ আব্দুল মতিন মীর, কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া গ্রামের মৎস্য চাষী চন্দ্র শেখর বিশ্বাস ও পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের মৎস্য চাষী মোঃ আজিজুল মন্ডলকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ রাশেদুজ্জামান প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এরপর পর্যায়ক্রমে পাংশা উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও পাংশা শহরের আঃ মালেক প্লাজা চত্বরে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।