সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান।
গত ৩১শে জুলাই দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্ত্বরে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ এবং বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা প্রশিক্ষক ও আনসার কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রুবেল হোসেন।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অন্যান্য সদস্য, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার প্লাটুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশিক্ষক ও আনসার কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রুবেল হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ফলজ, ভেষজ, বনজ ও ঔষধি গাছের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে হঠাৎ প্রচণ্ড গরম এবং হঠাৎ ভারী বৃষ্টি এবং অন্যান্য দুর্যোগ মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষার সহায়ক হিসেবে এসব চারা গাছ রোপণ করা হচ্ছে। যাতে করে উদ্ভিদকুল, প্রাণিকুল এবং সর্বোপরি বাসযোগ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভবপর হয়।’ এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলায় ৭৯টি ফলদ, বনজ, ভেষজ গাছের চারা বিভিন্ন স্থানে রোপন করা হবে।