আওয়ামী লীগ সরকরের পতন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশত্যাগ করায় রাজবাড়ী পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে মোটর সাইকেলে শোভাযাত্রার মাধ্যমে বিজয় মিছিল গতকাল ৫ই আগস্ট বিকেল সোয়া ৫টায় শহরের শ্রীপুর মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহর ও রাজবাড়ী বাজরের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে বড়পুলে এসে শেষ হয়। মিছিলে জেলা আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম, জেলা সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার ও সদর উপজেলার আমীর মাওলানা সৈয়দ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।