ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে আলোচনা সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১০-১৯ ১৪:০৫:৩৬
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৯শে অক্টোবর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি-করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৯শে অক্টোবর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বালিয়াকান্দি উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ইমরান খান প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ স্যানিটেশন ও হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

 

  উল্লেখ্য, আলোচনা সভার শুরুতে অতিথিগণসহ সকলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বেসিনে সাবান দিয়ে হাত ধুয়ে নেন। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ