ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাতের আঁধারে ভেঙ্গে ফেলা যাত্রী ছাউনি পুনঃনির্মাণ ও জড়িতদের বিচারের দাবী
  • জুয়েল সরদার
  • ২০২৪-০৯-০১ ১৫:০৯:৫১

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে ভেঙ্গে ফেলা যাত্রী ছাউনি পুনঃনির্মাণ ও ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে গতকাল ১লা সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

 মানববন্ধনে ব্যবসায়ী শহিদুল ইসলাম, ওহিদুর রহমান, আলমগীর হোসেন ও হাসেম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

 ব্যবসায়ী শহিদুল বলেন, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু শুধু যাত্রী ছাউনী ভাঙ্গেনি। সে বিভিন্ন অপরাধে জড়িত। 

 বক্তারা যাত্রী ছাউনী ভেঙ্গে ফেলায় জড়িত মদাপুরের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত সময়ের মধ্যে যাত্রী ছাউনি পুনঃনির্মাণের দাবি জানান।

 উল্লেখ্য, ২০১৯ সালের ২০শে ফেব্রুয়ারী মাঝ রাতে চাঁদপুর বাসস্ট্যান্ডে জেলা পরিষদের অর্থে নির্মিত যাত্রীটি ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। এর কিছুদিন পরেই যাত্রী ছাউনির পেছনে মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ভবন নির্মাণ করেন। আর এ কারণে মানুষের মনে সন্দেহ জাগে মজনু ও তার লোকজন এ ভবন নির্মাণের জন্যই রাতের অন্ধকারে যাত্রী ছাউনী ভেঙ্গে ফেলেছে।

 গত ৫ই আগস্ট সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনুর রাজত্বের অবসান ঘটে। সাধারণ জনতা রাস্তায় নেমে তার ভবনে ভাংচুর করে।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ