ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
যোগদানের সাত দিন পর বালিয়াকান্দি থানার ওসি মনিরুজ্জামানকে প্রত্যাহার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৯-২২ ১৫:৩৬:৩৫

 যোগদানের ৭দিন পরেই রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুজ্জামান খানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

 গতকাল ২২শে সেপ্টেম্বর দুপুরের পর রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

 সন্ধ্যায় প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম।

 তিনি বলেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রতিটি থানায় নতুন অফিসার ইনচার্জ নিয়োগ দেওয়া হয়েছে। সাময়িকভাবে মনিরুজ্জামানকে বালিয়াকান্দি থানার দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধুমাত্র প্রশাসনিক কারণে তাকে আবার প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 জানা গেছে, ওসি মোঃ মনিরুজ্জামান খান বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসাবে দীর্ঘদিন কাজ করছেন। এরপর জেলা গোয়েন্দা শাখায় (ডিবি)তে পরিদর্শক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সম্প্রতি গত ১৫ই সেপ্টেম্বর রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বালিয়াকান্দি থানায় বদলি করা হয়।

 এর আগে গত ১২ই সেপ্টেম্বর রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, পাংশা ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের(ওসি) প্রত্যাহার করে সেখানে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের(ওসি) দায়িত্ব দেওয়া হয়।

 
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ