ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের নতুন সদস্য সংগ্রহ শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৯-২৩ ১৫:৩৩:৫৪

 রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 পাংশার রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ শওকত আলী সরদার পাঠাগারের নতুন সদস্য ফরম সংগ্রহের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। তিনি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের নিকট থেকে পাঠাগারের আজীবন সদস্য ফরম সংগ্রহ করেন।
 মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও পাংশা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শামসুল আলম আকুলের সভাপতিত্বে এবং পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম.এ জিন্নাহ ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে পাঠাগারের সার্বিক উন্নয়ন, নতুন সদস্য সংগ্রহ এবং পাঠক বৃদ্ধির জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করা হয়।
 হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সহকারী অধ্যাপক(ফিকহ) মোঃ এনামুল হক, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ সাজ্জাদ আলী চৌধুরী(কাকুল চৌধুরী), মোঃ এবাদত আলী সেখ, মোঃ সাইফুল ইসলাম, রানা ইসলাম টিপু ও মোঃ নাসির উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ