ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
দৌলতদিয়া ফেরী ঘাটে ডাকাতির চেষ্টা মামলায় ১জন গ্রেফতার
  • আবুল হোসেন
  • ২০২০-১০-২২ ১৫:৪৩:৪১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাটে ডাকাতির চেষ্টা মামলায় পুলিশ জড়িত থাকার অভিযোগে রবিন খান(২৮) নামে ১জনকে গ্রেফতার করেছে। 

  গতকাল ২২শে অক্টোবর ভোরে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। গ্রেফতারকৃত রবিন খান উত্তর দৌলতদিয়া শামসু মাস্টারের পাড়ার আলাল খানের ছেলে। 

  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গত ১১ই সেপ্টেম্বর মধ্য রাতে একদল দুর্বৃত্ত দৌলতদিয়ার ৭নং ফেরী ঘাটের প্রবেশ মুখের রাস্তায় গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জাহিদ মোল্লা ওরফে বাপ্পী(৩২), সবুজ শীল(২৫) ও জুয়েল ফকির(২৮) নামে ৩জনকে গ্রেফতার এবং ২টি রাম দা ও ২টি চাকু উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আরো ৪জনকে গ্রেফতার করা হয়। সর্বশেষ রবিন খানকে দিয়ে ওই মামলায় এ পর্যন্ত মোট ৮জনকে গ্রেফতার করা হলো। গতকালই গ্রেফতারকৃত রবিন খানকে আদালতে সোপর্দ করা হয়। 

 
ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ