ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-২২ ১৫:৪৬:০৩
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২২শে অক্টোবর দুপুরে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ৪র্থ তলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের পর মোনাজাত করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২২শে অক্টোবর দুপুরে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ৪র্থ তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। 

  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ডাঃ আব্দুর রহিম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ সামছুদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, ঠিকাদার রনজিৎ কুমার সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। 

  “নির্বাচিত সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানসমূহ নির্মাণ/সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪র্থ তলা নির্মিত হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রঞ্জিত কুমার সরকার ৯ মাসে কাজটি সম্পন্ন করবে।

  এরপর রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী একই বিদ্যালয়ে ৩লা বিশিষ্ট একাডেমিক ভবনের নবনির্মিত ৩য় তলার উদ্বোধন করেন। ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবণের উর্দ্ধমুখী সম্প্রসারণের কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা ট্রেডার্স সম্পাদন করে।

 
পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ