ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশা উপজেলায় জাতীয় যুব দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১১-০১ ১৫:৪৯:৫৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ১লা নভেম্বর “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে।

 এ উপলক্ষে যুব র‌্যালী, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

 জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে যুব র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অন্যান্য কর্মসূচি পালিত হয়।

 পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ আসলাম হোসেন, সফল উদ্যোক্তা কাজী আসকার দানিয়েল সিপার ও কাজী শফিকুল আলম (কাজী সুমন) প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য ও শপথ বাক্য পাঠ করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন।

 অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৭জন যুব ও যুব মহিলার মাঝে সনদপত্র এবং ১১জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলার মাঝে মোট ১১ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 অনুষ্ঠানে ডাঃ কুতুব আহমেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী ও যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

 

 

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ