ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ১২হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৫ ১৪:৫৩:০০

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ীতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

 গতকাল ৫ই নভেম্বর দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পাংশা উপজেলার মৈশালা বাজার ও বড়গাছি বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

 রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, দুপুরে পাংশা উপজেলার মৈশালা বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। এ সময় প্রতিটি পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫১ ধারায় কালাম স্টোরকে ৪ হাজার টাকা, ময়না সুইটস এন্ড রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা ও ফজলু স্টোরকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

 দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ‘বিশেষ টাস্কফোর্স’ টিমের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ