ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গণির পরিবারের খোঁজ নিলেন রাজবাড়ীর নতুন ডিসি
  • আশিকুর রহমান
  • ২০২৪-১১-০৫ ১৪:৫৪:৪৮

 রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ আবদুল গণির পরিবারের খোঁজ নিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
 গতকাল ৫ই নভেম্বর দুপুরে সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আবদুল গণির বাড়ীতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরণের ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নিহতের স্ত্রী লাকি আক্তার ও ছয় বছর বয়সী মেয়ে জান্নাত আক্তারকে নতুন পোশাক উপহার দেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
 জেলা প্রশাসককে নিজ বাড়ীতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ আবদুল গণির স্ত্রী লাকি আক্তার ও মেয়ে জান্নাত আক্তার। এ সময় তাদেরকে দ্রুত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদানের টাকা প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ ও সহকারী কমিশনার অংকন পাল উপস্থিত ছিলেন।
 গত ৩ই নভেম্বর রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 
 উল্লেখ্য, রাজধানীর গুলশান-২ এ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতো আবদুল গণি। গত ১৯শে জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে হেঁটে রওনা হন গণি। পথে শাহজাদপুর বাঁশতলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাতের মধ্যে পড়েন তিনি। সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকেন গণি। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 শহীদ আবদুল গণি(৪৫) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল মজিদ শেখের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে স্ত্রী লাকি আক্তার, ২০বছর বয়সী ছেলে আলামিন শেখ ও ছয় বছর বয়সী মেয়ে জান্নাত।

 

সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে------জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ