ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিনোদপুরে অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৯ ২৩:৩৮:২৬

রাজবাড়ী শহরের কলেজপাড়া বনানী সংঘের আয়োজনে গতকাল ২৯শে নভেম্বর বিকেলে বিনোদপুর কলেজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
  সোহেল মাহমুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের যুগ্ম এসএম আহ্বায়ক কাউসার মাহমুদ, জেলা বিএনপির সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার উপস্থিত ছিলেন।
  এসময় অন্যান্যের মধ্যে সাবেক কাউন্সিলর তুহিন, কল্লোল সিদ্দিকী, মোকছেদ আলী আনসারী, শাহ নেওয়াজ মাহমুদ, মোশাররফ হোসেন সুমন, মোঃ আব্দুস ছালাম মজনু, মোঃ তুহিনসহ বনানী সংঘের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় লিটন স্মৃতি বনাম ওয়াহেদ একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে। খেলায় ১-০ গোলে জয় লাভ করেন ওয়াহেদ একাদশ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ী সরকারী শিশু পরিবার ও মাদ্রাসায় কম্বল ফল নিয়ে ডিসি
রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা ও গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কিত সভা
 ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাতে রাজবাড়ীতে তাসনিম জারা
সর্বশেষ সংবাদ