নৈতিক ও আধুনিকতার সমন্বয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডে অবস্থিত নব-প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান “আয়েশা আলী নেওয়াজ” স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ৩০শে নভেম্বর সকাল ৯টায় নব প্রতিষ্ঠিত আয়েশা আলী নেওয়াজ স্কুল এন্ড কলেজ মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়েশা আলী নেওয়াজ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জামিল হোসাইনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সনজীত রায় সঞ্জু’র সভাপতিত্বে এ সময় রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক(অবঃ) আউয়াল আনোয়ার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ মোতালেব হোসেন, ১২নং চর দৌলতদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম হাবিবুর রহমান, আয়েশা আলী নেওয়াজ স্কুল এন্ড কলেজের সহকারী প্রতিষ্ঠাতা ও পরিচালক নাজমুল ইসলাম ফারাবীসহ স্কুলের অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাজমুল ইসলাম ফারাবী বলেন, দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ স্কুলটি প্রতিষ্ঠা করেছি।
রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ বলেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এ সময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।