ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীতে বিএনপি নেতা শামসুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০১ ১৪:৫১:২৬

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম শামসুল আলম মোল্লার রুহের মাগফিরাত কামনায় গতকাল ১লা ডিসেম্বর উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 অনুষ্ঠানে শামসুল আলম মোল্লার জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা কে এম আইনুল হাবিব, সুরুজ আলী মুন্সি, হাসমত আলী মোল্লাসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 বক্তাগণ মরহুম শামসুল আলম মোল্লার স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী। বিএনপির দুর্দিনে এই কালুখালীতে বিএনপির হাল ধরে নানা চড়াই উৎরাই পার করে দলীয় শৃঙ্খলা রক্ষা করে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন। তিনি রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর অত্যন্ত আস্থাভাজন ছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে এই কালুখালীর মাটিতে আন্দোলন সংগ্রাম হয়েছে।
 বক্তাগণ তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহপাকের কাছে জান্নাতুলবাসি কামনা করেন।
 আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রতনদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মালেক।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ