ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দ মোড়ে পিকআপ থেকে ২৮৮ বোতল ফেনসিডিলসহ ২জন গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৪ ১৪:৫৬:০২

 র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে গত ৩রা ডিসেম্বর রাত ১০টার দিকে ২৮৮ বোতল ফেনসিডিলসহ ২জন বিক্রেতাকে গ্রেপ্তার ও মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করেছে।

 গতকাল ৪ঠা ডিসেম্বর বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ক্যাম্পের সহকারী পরিচালক(মিডিয়া) তাপস কর্মকার।

 এর আগে গত ৩রা ডিসেম্বর রাত ১০টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

 গ্রেপ্তারকৃতরা হলো- মেহেরপুর জেলার গাংনী থানার পশ্চিম মালশাহদ গ্রামের মোঃ সল্টু মিয়ার ছেলে মোঃ জিহাদ আলী(২৪) ও একই গ্রামের হোসাইন আলীর ছেলে মাবুদ আহমেদ(১৯)।

 র‌্যাব জানায়, গত মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে দেশের পশ্চিমাঞ্চল মেহেরপুর জেলা থেকে পিকআপে করে বিপুল পরিমান মাদকদ্রব্যের একটি চালান রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা করেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে।

 তল্লাশীর একপর্যায়ে রাত ১০টার কিছুক্ষণ পর র‌্যাবের চেকপোষ্টের সামনে একটি পিকআপ পৌঁছালে র‌্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিয়ে থামায়। এরপর পিকআপে থাকা চালকসহ আরোহীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের পিকআপে ফেনসিডিল আছে। এ সময় পিকআপের মধ্যে তাদের পায়ের কাছে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৮৮ বোতল ফেনসিডিল জব্দ ও তাদেরকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক ৮ লাখ ৬৪ হাজার টাকা।

 র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। 

 এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ