ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় আলেম-ওলামা ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে--আমির হামজা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-০৪ ১৪:৫৭:১৯

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজ মাঠে গতকাল ৪ঠা ডিসেম্বর বিকেলে হাজার হাজার মুসল্লীর উপস্থিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মুফতি আমির হামজার ওয়াজ ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 গোয়ালন্দ কলেজ পাড়া ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে তৃতীয় তাফসীরুল কোরআন মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন তিনি।

 মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন প্রামানিক।

 ইতোপূর্বে একাধিকবার গোয়ালন্দে মাহফিলের আয়োজন করা হলেও আওয়ামী লীগ এবং স্থানীয় প্রশাসনের বাঁধায় মাহফিল করতে পারেননি মুফতি আমির হামজা। মাহফিলে ১৪৪ ধারা পর্যন্ত জারি করা হয়। বক্তারা এর প্রতিবাদ জানিয়ে দায়ীদের শাস্তির দাবী জানান।

 মাহফিলে আমির হামজা বলেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সকল আলেম-ওলামা ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিনের খেদমতে আমাদের মেহনত করতে হবে।

 তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার ও মত প্রকাশের অধিকার হরণ করেছিল। ব্যাপক লুটপাট ও দুর্নীতি করেছিল। কিন্তু এখন তারা পালিয়েও রক্ষা পাচ্ছে না। সব নেতা উচিত শিক্ষা পাচ্ছে। আমি তাদের নিয়ে শংকিত তারা পরকালে স্রষ্টার কাছে এর কি জবাব দেবেন! 

 এ সময় তিনি রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি কাজী কেরামত আলী এবং তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ইঙ্গিত করে বলেন, আপনার ওঠাবসা যদি বড় ভাই-মেজো ভাইয়ের সাথে থাকে তাহলে কিয়ামতের দিন তাদের সাথেই আপনার হাশর-নাশর হবে। তাদের উছিলায় আপনারা কখনো জান্নাতে যেতে পারবেন না। 

 বয়ানে তিনি দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা, নারীদের পর্দা, স্বামীর খেদমত, সুদ, ঘুষ ও দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

 মাহফিলে চুয়াডাঙ্গার মাওলানা হুসাইন আহম্মদ মাহফুজ ও গোয়ালন্দ সরকারী কলেজ মসজিদের খতিব মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মাহফিলে কয়েক হাজার নারী-পুরুষ ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় বিনামূল্যে ধান-পাট বীজ ও সার পেল ২৭৫০ জন প্রান্তিক কৃষক
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সর্বশেষ সংবাদ