ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কালুখালীতে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ॥প্রতিবাদ সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৬ ১৪:০৪:৫৭

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা ইমাম কমিটি ও তাওহীদি জনতার আয়োজনে গতকাল ৬ই ডিসেম্বর ইসকন কর্তৃক মুসলিম আইনজীবী হত্যার বিচার এবং সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 জানা গেছে, জুম্মার নামাজের পর থেকেই কালুখালী রেলস্টেশন প্ল্যাটফর্মে ইমাম, ধর্মপ্রাণ মুসলমান ও তাওহীদি জনতা দলে দলে জমায়েত হয়। পরে কালুখালী উপজেলা ইমাম কমিটির নেতৃত্বে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রতনদিয়া বাজার ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক বাজার ব্রিজ সংলগ্ন চার রাস্তার মোড়ে এসে  শেষ হয়। এসময় সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ ফিরোজ হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরুল কায়েস, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোতালেব হাসান, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ ইকবাল হুসাইন, রতনদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা আবুল হোসেন, কালিকাপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি কারী ইউনুস আলী, রতনদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম জয়নাল আবেদিন, উপজেলা ইমাম কমিটির সদস্য হাফেজ আব্দুর রহিম ও হাফেজ হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 উপজেলা ইমাম কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, হিন্দু আমাদের শত্রু নয়, খ্রিষ্টান আমাদের শত্রু নয়, বৌদ্ধ আমাদের শত্রু নয়, ইসলাম ধর্মের কাছে কোন জাতিই আমাদের শত্রু নয়। তবে মনে রাখতে হবে ইসলাম এবং মুসলমানের ওপর আঘাত আনলে বাংলার মুসলমান তাওহীদি জনতা কোন শক্তিকেই পরোয়া করবে না। কোন জাতিকেই রক্ষা করবে না, কোন দেশকেই রক্ষা করবে না। যেমনটি করে অত্যাচারী স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করে তাদের মামুর দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তদ্রুপ বাংলার মাটিতে ধর্মীয় উস্কানি দিয়ে এবং ইসলাম ও মুসলমানের ওপর আঘাত আনলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

 এ সময় বক্তারা আরো বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। যে সংগঠন ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়। ভারতের মোদি সরকার এই সন্ত্রাসী ইসকন সংগঠনকে উস্কানি দিয়ে বাংলাদেশের মুসলমানদের ওপরে স্টিম রোলার চালানোর চেষ্টা করছে। শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যেয়ে ভারতে বসে সব সময়ের জন্য বাংলাদেশ নিয়ে চক্রান্ত চালাচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন সময় নানা ধরণের সংগঠনের মাধ্যমে দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় এদেশের একটি ভন্ড সন্ত্রাসী সংগঠন ইসকনকে লেলিয়ে দিয়ে আমাদের মুসলিম ভাইকে হত্যা করেছে। এটা অত্যন্ত দুঃসাহসের পরিচয় দিয়েছে। এই হত্যার বিচার বাংলার মাটিতেই হবে তাই দ্রুত সরকারকে ইসকন নামের সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এবং ইসকনের সকল কার্যক্রম বাংলাদেশের মাটিতে বন্ধ করার আহ্বান জানান।

 

রাজবাড়ীর সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে নিহত জাহাজ মাস্টার কিবরিয়া ও সবুজ  হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী পরিবারের
সর্বশেষ সংবাদ