ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১৩ ১৪:২৬:২৩

রাজবাড়ী গোয়েন্দা শাখার(ডিবি’র) একটি দল গতকাল ১২ই ডিসেম্বর রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাইলকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৪শত পিস ইয়াবাসহ ৩জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

 জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার শাইলকাঠি গ্রামের মৃত গনি শেখের ছেলে আশিকুজ্জামান স্বপর(৫০), ফরিদপুরের কোতয়ালী থানার কৃষ্ণনগর গ্রামের আমির আলী মন্ডলের ছেলে ইকবাল মন্ডল(৩৮) ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বহরের কালুখালী গ্রামের হানিফ হোসেনের ছেলে আলমগীর হোসেন(৩৬)।

 তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ১২ই ডিসেম্বর রাত ১০টার দিকে শাইলকাঠি এলাকার আশিকুজ্জামান স্বপন(৫০) এর বসত বাড়ীর দুচালা আধা পাকা ঘরের পূর্ব পার্শ্বের কক্ষের মধ্য থেকে ৪শত পিস ইয়াবাসহ উল্লেখিত ৩জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 এ বিষয়ে উল্লেখিতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ