ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ডাঃ আবুল হোসেন কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলী অর্পণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১৪ ১৪:১১:১৭

 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে রাজবাড়ী শহরের বিনোদপুর লোকশেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ডাঃ আবুল হোসেন কলেজের উদ্যোগে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। 

 ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিমের নেতৃত্বে কলেজের শিক্ষক ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পন করেন।

 এ সময় কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান সরদার, সহকারী অধ্যাপক(ব্যবস্থাপনা বিভাগ) সেলিম মিয়া, সহকারী অধ্যাপক(পরিসংখ্যান) নুরুল ইসলাম মিয়া ও সহকারী অধ্যাপক (অর্থনীতি) ইয়াসমিন আক্তার প্রিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 শ্রদ্ধাঞ্জলী শেষে ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষকগণসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ