বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কর্মী সভা গতকাল ২৭শে ডিসেম্বর রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের কোর্ট চত্বর হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজবাড়ী সদর উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
কর্মী সভায় সদর উপজেলা জাসাসের সভাপতি আব্দুল গফুর সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা জাসাসের আহ্বায়ক মোঃ আশরাফুল আলম ও প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ বক্তব্য রাখেন।
সদর উপজেলা জাসাসের সহ-সভাপতি মনোয়ার হোসেন মিঠুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক এম বাচ্চু রহমান, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মীর মোঃ জুলফিকার আলী টিটু, নাসির উদ্দীন, আব্দুস সালাম মঞ্জু, নুরুজ্জামান বিদ্যুৎ, আলিম রেজা, মাছেম আলী বিশ্বাসসহ জাসাস এর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মী সভায় জেলা জাসাসের আহ্বায়ক মোঃ আশরাফুল আলম বলেন, ১৭টি বছর আমরা কোন প্রোগ্রাম এমন জমকালো আয়োজনে করতে পারি নাই। লুকিয়ে লুকিয়ে না করার মতো প্রোগ্রাম করেছি মাঝে মাঝে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর হাসিনা যখন ভারতে পালিয়ে গেলো তারপরেই আমরা সকলে একত্রে হতে পেরেছি। এতদিন আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। অনেকে আমরা রাতে বাড়ীতে থাকিনি। ঘুম ছিল না আমাদের। পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আমাদের নেতাদের গুম করেছে, হত্যা করেছে, অনেক মায়ের বুক খালি করেছে এই হাসিনা। পরিশেষে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এই হাসিনার বিদায় হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে, এক মত হয়ে, এক যোগ হয়ে একসাথে কাজ করতে হবে। যারা আজ এই প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মী সভার আয়োজন করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানায়।