ঢাকা সোমবার, আগস্ট ৪, ২০২৫
সুজানগর ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৮ ১৩:৫২:২০

 পাবনার সুজানগর ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে রাতের পথশিশু, বস্ত্রহীন ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

 গত ২৪শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুজানগর উপজেলার মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

 কম্বল বিতরণকালে সুজানগর ব্লাড ডোনার্স ক্লাবের পরিচালক আল-আমিন, সহ-পরিচালক নাহিদ হাসান, সভাপতি সজল হোসেন, সহ-সভাপতি হাসিবুর, সাধারণ সম্পাদক শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা, সহ-দপ্তর সম্পাদক আমির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক রাকিবুল, গোলাম ইয়াসিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস ইব্রাহিম, রনি মন্ডল, সদস্য তাহসিন, শাকিল ও আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, সুজানগর ব্লাড ডোনার্স ক্লাব ব্লাড ডোনেট-এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে।

 
আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এখন সবার দায়িত্ব দেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলা----জেলা প্রশাসক
রাজবাড়ী শহরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে রাজবাড়ীর নেতৃবৃন্দের অংশগ্রহণ
সর্বশেষ সংবাদ