ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
সিরাজুম-মনির মাদরাসা ও ফাউন্ডেশনের আয়োজনে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-১২-২৮ ১৩:৫৩:২৮

রাজবাড়ীতে সিরাজুম-মুনির মডেল মাদরাসা ও সিরাজুম-মুনির ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ২৮শে ডিসেম্বর সকাল ১০টায় পৌরসভার কমিউনিটি সেন্টারে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

 সিরাজুম-মনির মডেল মাদরাসা ও সিরাজুম-মনির ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোকিত সন্তান পিতা-মাতার অবদান শীর্ষক বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক, প্যারেন্টিং কনসালটেন্ট এবং গ্লোবাল লাইটহাউস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহ্সান হাবীব ইমরোজ। 

 সন্তানের ভবিষ্যৎ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, টিভি আলোচক এবং ঢাকার বিমানবন্দর আশকোনা আল বছীর জামে মসজিদের খতিব মুফতি  ডঃ কামরুল ইসলাম শাহীন।

 অনুষ্ঠানে ডকুমেন্টরি পরিবেশন করেন সিরাজুম-মুনির মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক(কম্পিউটার) মোঃ গোলাম রাব্বানী।

সিরাজুম-মনির মডেল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ শহীদল্লাহ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক (চর্ম রোগ বিশেষজ্ঞ) ডাঃ ইউনুস আলী মোল্লা, সিরাজুম-মনির মডেল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 সভাপতির বক্তব্যে সিরাজুম-মনির মডেল মাদরাসা ও সিরাজুম-মনির ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, আমরা আমাদের আগামী প্রজন্ম আমাদের এই সন্তানদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যদি কিছু গাইড লাইন পেয়ে থাকি আমরা তাহলে এটাই আমাদের প্রোগ্রামের মূল সার্থকতা কথা। আমাদের উদ্দেশ্য একটু আলোকিত সমাজ গড়ে তোলা।

 এ সময় সিরাজুম-মনির মডেল মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে চেতনা শিল্পগোষ্ঠীর শিল্পবৃন্দরা ইসলামিক সংগীত পরিবেশন করেন।

 
রাজবাড়ী ডিবির মানিকগঞ্জে অভিযান কবর থেকে নুরু পাগলের লাশ উত্তোলনের নির্দেশদাতা ইমম আব্দুল লতিফ গ্রেফ
 রাজবাড়ীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 রাজবাড়ী সড়ক ও জনপথের নতুন নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস
সর্বশেষ সংবাদ