ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
পাংশায় কেক কেটে স্বপ্ন সুপার শপের ১বছরপূর্তি অনুষ্ঠান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-৩১ ১৫:৫২:৩৫

 রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের কলেজ রোডের পাপড়ি প্লাজা সিটি সেন্টারে গতকাল ৩১শে ডিসেম্বর দুপুরে আনন্দঘন পরিবেশে কেক কেটে এসিআই লজিস্টিকস লিমিটেডের স্বপ্ন সুপার শপের ১বছরপূর্তি অনুষ্ঠান করা হয়েছে। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা ও বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, স্বপ্ন সুপার শপের পাংশা শাখার সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু ইউসুফ জিয়াউদ্দিন তসলিম, রিজিওনাল হেড মহিউদ্দিন মঈন, পাপাড়ি প্লাজা সিটি সেন্টারের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ ও পাংশা স্বপ্ন সুপার শপের ম্যানেজারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 জানা গেছে, গত ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর পাংশা পৌর শহরের কলেজ রোডের পাপড়ি প্লাজা সিটি সেন্টারে স্বপ্ন সুপার শপের উদ্বোধন করা হয়।

 
গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার॥৩জন গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল হোসেনকে বিএনপির প্রার্থী ঘোষণা করলো নেতারা
পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
সর্বশেষ সংবাদ