রাজবাড়ী সদর উপজেলার কলিবর বাজারে গত ৩১শে ডিসেম্বর মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মিজানপুর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাছেম আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জিলাল সরদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী নাজিরুল ইসলাম, রাজবাড়ী জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল আলম, মিজানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাবন আলী, মিজানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মজনু মন্ডল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ্যাডঃ নেকবর হোসেন মনি, যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, এসএম কাওসার মাহমুদ, সোহেল মন্ডল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খাইরু, পৌর যুবদলের আহ্বায়ক সামসুল আলম রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ, রাজবাড়ী থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আল আমিন, মিজানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী খান, মিজানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, মিজানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সঞ্চালনা করেন সাহেব আলী মোল্লা ও এরাদত হোসেন মোল্লা।