ঢাকা রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-০১ ১৫:৪৩:২২

জবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে গতকাল ১লা জানুয়ারী দুপুরে উপজেলার মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ করা হয়েছে।

 বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ  নাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জয়ন্ত দাস। 

 এ সময় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে ইউএনও বলেন, বই হচ্ছে বন্ধুর মতো, অভিভাবকের মতো। এটা একটা বছর তোমার সাথে থাকবে। তোমাকে আনন্দ দেবে, তোমাকে শেখাবে। তাই তাকে যত্ন করতে হবে। মনোযোগ দিয়ে পড়তে হবে। ভালোভাবে সংরক্ষণ করতে হবে।

 তিনি আরও বলেন, এ বছর কিছু বইয়ের কিছু কিছু পাঠে সংশোধন, সংযোজনের কারণে নতুন করে বই মুদ্রন করতে হচ্ছে। যে কারণে কিছুটা সময় লাগছে বলে ১লা জানুয়ারী সকল শিক্ষার্থীকে একযোগে সকল বই দেয়া সম্ভব হচ্ছে না। তবে সরকার দ্রুত সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে চেষ্টা করছে। 

 
 গোয়ালন্দে চর পাঁচুরিয়ায় গলায় ফাঁস নিয়ে ১ব্যক্তির আত্মহত্যা
 বালিয়াকান্দিতে এনডিএম পার্টির উদ্যোগে কম্বল ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান
পাংশায় বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ