রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির ঐতিহ্যবাহী বয়রাট মাজাইল ফাজিল মাদরাসার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মাণাধীন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ ৪বছরেও শেষ হয়নি।
২০২০ সালের জানুয়ারী মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাজিন ইন্টারন্যাশনাল(জেবি) একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু করে। ঠিকাচুক্তি মোতাবেক দেড় বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।
জানা যায়, নির্বাচিত বেসরকারী মাদরাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বয়রাট মাজাইল ফাজিল(ডিগ্রী) মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানি সরবরাহ ও বৈদ্যুতিক কাজসহ একাডেমিক ভবন নির্মানের কাজ পায় ঢাকাস্থ মেসার্স রাজিন ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ৯৬১ টাকা। কাজের মেয়াদ ছিল ১৮ মাস।
কিন্তু ৪ বছরেও প্রকল্পের কাজ শেষ হয়নি। প্রায় এক বছর হল ভবনের নির্মাণ কাজটি বন্ধ রয়েছে। যথা সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় শ্রেণি কক্ষের অভাবে মাদরাসার পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এনিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে।
গতকাল ২রা জানুয়ারী দুপুরে সরেজমিন বয়রাট মাজাইল ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ও উপাধ্যক্ষ এসএম কাওছার বলেন, হিফজ, ইবতেদায়ীসহ ফাজিল পর্যন্ত মাদরাসার ছাত্র-ছাত্রী সংখ্যা ১হাজার ৩০ জন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মাণাধীন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকায় মাদরাসার পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। জরুরী ভিত্তিতে প্রকল্পের নির্মাণ কাজ শেষ করার দাবী জানান তারা।
জানা যায়, ১৯৫৩ সালে বয়রাট মাজাইল ফাজিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে মাদরাসাটি।