রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা যাচাই-বাছাইকরণের নিমিত্ত সভা গতকাল ৬ই জানুয়ারী সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার কীর্তনীয়া, রাজবাড়ী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গাফফার, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা করে ডাঃ ইসরাত জাহান উম্মন এবং রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজীদ তূর্য্য, এইচ এম হাসিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা যাচাই-বাছাইকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
জানা গেছে, রাজবাড়ী জেলায় এখন পর্যন্ত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ৭১ জনের তালিকা করা হয়েছে। এখনো যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।