রাজবাড়ীতে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে গতকাল ৬ই জানুয়ারী দুপুরে অফিসার্স ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা বক্তব্য রাখেন।
অংকুর কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী গার্ল গাইডস্ তাসনিম অহনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার কমিশনার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী।
এ সময় বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানাসহ রাজবাড়ী জেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের সদস্য, গার্ল গাইডস্ এসোসিয়েশনের প্রশিক্ষক, গার্ল গাইডস্সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা বলেন, গার্ল গাইডস্ এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্কাউটস ও গার্ল গাইডস্ এর প্রতিষ্ঠাতা একজনই। এই দুইটি সংগঠন মুদ্রার এপিট ওপিট।
তিনি আরও বলেন, গার্ল গাইডস্ এর শিক্ষা ও সেবামূলক কার্যক্রমে যুক্ত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গার্ল গাইডস্ প্রশিক্ষণমূলক কার্যক্রমের সঙ্গে মেয়েরা অংশগ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন। নারীদের দ্বারা পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান এই গার্ল গাইডস্, যার মাধ্যমে নানা কর্মসূচী প্রণয়ন করে এই প্রতিষ্ঠানের সদস্যরা সমাজে যথেষ্ট অবদান রাখছে।
এ সময় তিনি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডস্ চালু রয়েছে তার কার্যক্রম আরো জোরদার করা এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডের কার্যক্রম এখনো শুরু হয়নি সেসকল শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডের কার্যক্রম দ্রুত শুরু করার জন্য আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারী উন্নয়নে, নারী নেতৃত্বে ও নারীর ক্ষমতায়নে গার্ল গাইডস্ সারাবিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন দেশের ৬ হতে ২৬ বছর বয়সী মেয়েদের পর্যায়ক্রমিক প্রশিক্ষণ দিয়ে আদর্শ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন ও শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের পাশাপাশি তরুণীদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে। আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে তরুণীদেরও জ্ঞান অর্জন করতে হবে। নারী জনশক্তিকে পিছিয়ে রেখে অগ্রযাত্রা সম্ভব নয়। তাই নারীদের দ্রুততার সঙ্গে এ কাজে সম্পৃক্ত হতে হবে।
মতবিনিময় সভা শেষে গার্ল গাইডস্ এসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা ৩০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।