“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর সহযোগিতায় রাজবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী তারুণ্য মেলা।
গতকাল ৭ই জানুয়ারী সকালে রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন।
তারুণ্য মেলা-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক রাজবাড়ী সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ ফকীর মোঃ নুরুজ্জামান ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটক পার হলেই একাডেমিক ভবনের সামনে মুক্তমঞ্চের উপর মঞ্চ বানানো হয়েছে। মুক্তমঞ্চের সামনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্থানীয় ঐতিহ্য ও ইতিহাস নিয়ে তাদের তৈরিকৃত জিনিসপত্র প্রদর্শনী করেছেন। এছাড়া মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি স্টলে আন্দোলনের উপর ভিডিওচিত্র দেখানো হচ্ছে। হারিয়ে যাওয়া বিভিন্ন ধরণের খাবারও প্রদর্শন করা হয়েছে মেলায়।
রাজবাড়ী সরকারী কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, এই প্রথম কলেজে তারুণ্যের মেলা হয়েছে। এ উপলক্ষে কলেজে অনেকগুলো স্টল বসেছে। অনেক শিক্ষার্থীসহ দর্শনার্থীদের আগমন ঘটেছে মেলায়। দেখে খুব ভালো লাগছে। আগামীতে এই মেলা যেনো আরও বৃহৎ পরিসরে হয় সেই প্রত্যাশা রইলো।
স্বেচ্ছায় রক্তদাতার সংগঠন বাঁধন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের সভাপতি সাব্বির হোসেন বলেন, তারুণ্যের মেলা উপলক্ষে বাঁধনের পক্ষ থেকে একটি স্টল দেওয়া হয়েছে। আমরা এখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি। কলেজের শিক্ষার্থীসহ মেলায় যেসব দর্শনার্থীরা আসবে আমরা সবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিব। মেলার শেষ দিন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তারুণ্যের মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আশরাফ হোসেন খান বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তিনদিন ব্যাপী এই তারুণ্য মেলা শুরু হয়েছে। মেলায় কলেজের বিভিন্ন বিভাগ, ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবক সংগঠনসহ মোট ২১টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। আগামী ৯ই জানুয়ারী এ মেলা শেষ হবে। মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী জিনিস প্রদর্শন করেছে। শিক্ষার্থীরা ভালো সারা দিচ্ছে। আমি আশা করি জমজমাট ভাবেই মেলার সমাপ্তি হবে।