ঢাকা শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫
পাংশায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে তারুণ্যের উৎসব
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-০৯ ১৪:২৪:৫৮

 রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরস্থ এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে গতকাল ৯ই জানুয়ারী “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতা ও উদ্ভাবনী মেলাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা তারুণ্যের উৎসবের বিভিন্ন উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন। এ সময় পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল ও পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনসহ বিদ্যাপীঠের অন্যান্য শিক্ষকবৃন্দ তারুণ্যের উৎসবের উদ্ভাবনী স্টলসহ কর্মসূচির বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করেন। স্টল পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।

 এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন জানান, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ৩দিন ব্যাপী স্কুল প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতা ও উদ্ভাবনী মেলাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

 তারুণ্যের উৎসব-২০২৫ ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে এবং স্কুল প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।

 বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ময়নুল হক, সহকারী শিক্ষক মুহাম্মদ তরিকুল ইসলাম, মোঃ মনিবুর রহমান, মিরাজুল ইসলাম, মিনা পারভীন, সনাতন বিশ্বাস, মরিয়ম খাতুন, ববিতা রানী, শাহানাজ পারভীন, হাসিবুল হাসান, আব্দুস ছোবাহান, রুবাবা শারমীন, মাহফুজা খাতুন, রুপা বেগম, আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, মুহাম্মদ আব্দুল মাজেদ, ইব্রাহিম হোসেন, ইমরান মাহমুদ, পার্থ কুন্ডু ও সেলিনা খাতুন শ্রেণী ভিত্তিক তত্ত্বাবধান করেন।

 
পাংশায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে তারুণ্যের উৎসব
দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে একটি ড্রেজার জব্দ॥২জন গ্রেপ্তার
 গোয়ালন্দে কৃষি জমির মাটি বহনের দায়ে ড্রাম ট্রাক জব্দ
সর্বশেষ সংবাদ