ঢাকা রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫
রাজবাড়ীতে ৫৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১০ ১৪:৪৫:৫২

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর পুরাতন পাওয়ার হাউসের সামনে পাকারাস্তার ওপর থেকে গত ৯ই জানুয়ারী সন্ধ্যায় ৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

 গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ আক্কাস আলী মিয়া(৪৪) ও মোঃ আক্কাস আলী মিয়ার ছেলে আতিক মিয়া(১৭)।

 জানা গেছে, গত ৯ই জানুয়ারী সন্ধ্যায় বিনোদপুর পুরাতন পাওয়ার হাউজ(ওজোপাডিকো) সংলগ্ন তিন রাস্তার মোড়ে মেসার্স হামিদ ট্রেডার্স এর সামনে থেকে ৫৭ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেল ও মাদক বিক্রির নগদ ৭হাজার ৭শত টাকাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

যৌথ বাহিনীর অভিযানে দয়ালনগর থেকে বিদেশী অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী হাফিজ গ্রেপ্তার
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
 রাজবাড়ী উদীচীর দ্বাদশ সম্মেলনে সভাপতি শংকর-সম্পাদক এজাজ
সর্বশেষ সংবাদ