ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
কালুখালীতে ঢাকাগামী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবীতে মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১২ ১৫:১৯:৫১

রাজবাড়ী জেলার কালুখালীতে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে স্টপেজের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ১২ই জানুয়ারী সকাল ১০টায় কালুখালী জংশন রেলওয়ে স্টেশন চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কালুখালী উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। 
 মানববন্ধন চলাকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, কামরুজ্জামান কামাল, জিল্লুর রহমান, জাকির হোসেন, স্কুল শিক্ষার্থী পূর্ণিমা দত্ত ও সুমি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে কালুখালী জংশন স্টেশনের গুরুত্ব রয়েছে। কালুখালী রেলওয়ে জংশন হওয়ায় গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, রাজশাহী, পোড়াদহ, খুলনাসহ বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেন এখানে থামছে। অথচ খুলনা-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল-ঢাকা চলাচলকারী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির স্টপেজ দেওয়া হয়নি। এতে করে কালুখালীসহ আশেপাশের অঞ্চলের মানুষের সুফলভোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা এই দুটি ট্রেনের স্টপেজের জোর দাবী জানান।

 

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভার অনুর্ধ্ব-১৭ দল
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া উৎসব উদ্বোধন
সর্বশেষ সংবাদ