রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ কর্মসূচি পালনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আসলাম হোসেন ও পাংশা উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন শাহজাহানুল হক জুয়েল মাষ্টার। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও শোয়াইব।