ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভার অনুর্ধ্ব-১৭ দল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৩ ১৪:২০:২১

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতীয় গোল্ডকাপ(বালক অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৩ই জানুয়ারী বিকালে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
 ফাইনালে গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল বনাম দেবগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দল একে অপরের মুখোমুখি হয়। 
 এতে নির্ধারিত সময়ে ে গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল ৩-০ গোলে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
 ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
 প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। পরবর্তীতে ৪ ইউনিয়ন ও পৌরসভার  দলগুলোর মধ্য থেকে বাছাই করে একটি শক্তিশালী দল জেলায় অংশ নিবে।
 এ সময় দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেনামুল হাসান মিন্টু, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলার সাবেক ফুটবলার সহিদুল ইসলাম বাবলুসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভার অনুর্ধ্ব-১৭ দল
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া উৎসব উদ্বোধন
সর্বশেষ সংবাদ