ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশার বিলজোনা পাগলের আশ্রমে মহানামযজ্ঞ পরিদর্শনে বিশিষ্টজনেরা
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-১৬ ১৫:০৫:৪৯

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির বিলজোনা অষ্টাদশপল্লী সর্বজনীন পাগলের আশ্রমে(পাগল শ্রীশ্রী সীতানাথ ব্রহ্মচারী সাধন ভূমি) পাগল শ্রী শ্রী সীতানাথ ব্রহ্মচারী মহারাজের জন্মতিথি পালন উপলক্ষে ৪০তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান আজ শুক্রবার মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।
 গতকাল বৃহস্পতিবার মহানামযজ্ঞের সমাপনীতে সনাতন ধর্মীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন। একই সাথে বিকাল থেকেই নারী-পুরুষ ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় বাড়তে থাকে মহানাম যজ্ঞানুষ্ঠানে।
 জানা যায়, গতকাল বৃহস্পতিবার মহানাম যজ্ঞানুষ্ঠানে সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং পাট্টা ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার অতুল চন্দ্র সরকারের উপস্থাপনায় অতিথিদের মধ্যে পাংশা পৌরসভার প্রাক্তন প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী প্রান্তোষ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু বক্তব্য রাখেন। গীতা থেকে শ্লোক পাঠ করেন প্রমিলা রানী বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন মহানাম যজ্ঞানুষ্ঠানের সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
 নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বস, নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কমল চন্দ্র মন্ডল, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য ডলি রানী দেবদাস, ব্যবসায়ী দিলীপ কুমার দত্ত (নিতাই দত্ত)সহ সনাতন ধর্মীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন। অতিথিবৃন্দ বিলজোনা অষ্টাদশপল্লী সর্বজনীন পাগলের আশ্রম উন্নয়নে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
 গত ১৩ই জানুয়ারী মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। ১৪ই জানুয়ারী থেকে ৭টি দল পর্যায়ক্রমে মহানাম সংকীর্তন পরিবেশন করছে। সেবাইত শ্রীমৎ নিশান্ত দাস বাবাজী মহারাজ আশ্রমে দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছাসেবীরা ভক্তদের মাঝে অব্যাহতভাবে প্রসাদ বিতরণ করছে।

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ