রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ই জানুয়ারী বিকেলে কালিকাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু।
সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
সমাবেশে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম সরদার, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সানাউর রহমান খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ ও রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য শেখ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
জন সমাবেশে কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহাজালাল মিয়া, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মন্ডল, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ কালুখালী উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে হারুন অর রশিদ হারুন বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষ উল্লাস করেছে।