ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-০৩ ১৬:০১:০০

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল ৩রা ফেব্রুয়ারী দুপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।

 মিছিলটি আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে রাজবাড়ী রেলগেট হয়ে বড় বাজার প্রদক্ষিণ করে আবার রেলগেট হয়ে বড়পুল এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য রাখেন।

 বিক্ষোভ মিছিলে রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জিয়া স্মৃতি পাঠাগার রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়া, সাধারণ সম্পাদক এসএম জান্নাতুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় নেতা তুহিনুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাশেম, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান,  সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ন আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, সহ-সভাপতি হীরা শেখ, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডলসহ জেল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে। তারা দেশের মধ্যে ঘাপটি মেরে থেকে দেশকে অশান্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত ২/৩ দিন আগে আমরা ফেসবুকে লক্ষ্য করলাম ফ্যাসিস্ট সরকার ফেসবুকে একটি অপপ্রচার চালাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি কালুখালীর বাসিন্দা শেখ সোহেল রানা টিপু ঢাকায় প্রকাশ্যে লিফলেট বিতরণ করেছে। ছাত্রলীগের ওই নেতার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পরিবর্তিত এই পরিস্থিতিতে কিভাবে ওই ছাত্রলীগের সাবেক নেতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি আমরা।

 বক্তারা আরো বলেন, রাজবাড়ীতে ৫ই আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় গ্রেফতারকৃত অনেক নেতাকর্মীরা আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। তারা আবার প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। টাকার বিনিময়ে আদালতের ম্যাজিস্ট্রেট তাদের জামিন দিয়ে দিচ্ছে। আমরা অবিলম্বে ওইসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। এছাড়াও যারা রাজবাড়ী শহরকে অশান্ত করার চেষ্টা করছে তাদেরকেও দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি। দেশ নায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজবাড়ী জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে রাজবাড়ী জেলা বিএনপি সর্বদা মাঠে থাকবে।

মাছরাঙা টিভির সাংবাদিক ইমরানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন পালন
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে ফাল্গুন উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান
সর্বশেষ সংবাদ