ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৪ ১৫:০৯:৫০

 দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীতে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল ৪ঠা ফেব্রুয়ারী দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

 মিছিলটি রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে বের হয়ে পান্না চত্বর হয়ে রেলগেট হয়ে মোনাক্কা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, বিএনপি নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবর রহমান আইয়ুব ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রইচ উদ্দিন আহমেদ ডিউক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খায়রুসহ জেলা ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 সমাবেশে বক্তারা বলেন, গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। যাদের বাংলাদেশের মাটিতে রাজনৈতিক করার কোন অবস্থান নেই, কোন শক্তি সামর্থ্য নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সন্ত্রাসী আওয়ামী লীগ ফেব্রুয়ারীতে মাসব্যাপী সভা সমাবেশ করবে ঘোষণা দিয়েছে। তারা অতীতের কিছু ছবি আর ভিডিও ফেইসবুকে প্রকাশ করে বোঝাচ্ছে তারা রাজপথে আছে। কিন্তু এটা আমরা ভিত্তিহীন ও বানোয়াট মনে করি। আমরা তাদের আগাম বার্তা দিতে চাই, বাংলাদেশের মাটিতে, রাজবাড়ীর মাটিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের কোন কার্যক্রম করতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ সকলেরই আছে। গত ১৭ বছর গুম, হত্যা, দুর্নীতি, নোংরামিসহ সকল নৈরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ করেছে এর বিচার বাংলার মাটিতে না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করার এক চুল ছাড় বাংলার মানুষ দিবে না।

 বক্তারা আরো বলেন, গত ১৭বছর আমরা বাড়ীতে থাকতে পারি নাই, বাড়ীতে ঘুমাতে পারি নাই। একটা লিফলেট বিতরণ করলে আমাদেরকে এরেস্ট করা হয়েছে। আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের নিস্ক্রিয়তায় এখনো বিভিন্নস্থানে ছাত্রলীগ তাদের শক্তি প্রদর্শন করছে। ছাত্রলীগের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ দেশে লুটপাট করে খেয়েছে আবার নিষিদ্ধ হয়েও তারা এখনো নানান অপকর্ম করে সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে। তাই প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। না হলে আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করব।

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ