রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট পুলিশ গতকাল ১৬ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী শহরের পান্না চত্বর সংলগ্ন পৌর নিউ মার্কেটের মাস্টার কম্পিউটার দোকানের সামনে থেকে পালানোর সময় অভিযান একটি চোরাই মনিটর, মাউস ও কিবোর্ডসহ ইফাত মোল্লা (২২)কে গ্রেফতার করেছে।
জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ ইফাত মোল্লা কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মনিটর, মাউস ও কিবোর্ড উদ্ধার করা হয়।
গ্রেফতার ইফাত মোল্লা রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় গ্রেফতারকৃত ইফাত মোল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একই দিন দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।