ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
গোয়ালন্দ পুলিশের অভিযানে রাজবাড়ী শহর থেকে চোরাই কম্পিউটারসহ ১জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-১৬ ১৪:০৮:৫৫

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট পুলিশ গতকাল ১৬ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী শহরের পান্না চত্বর সংলগ্ন পৌর নিউ মার্কেটের মাস্টার কম্পিউটার দোকানের সামনে থেকে পালানোর সময় অভিযান একটি চোরাই মনিটর, মাউস ও কিবোর্ডসহ ইফাত মোল্লা (২২)কে গ্রেফতার করেছে।

 জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ ইফাত মোল্লা কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মনিটর, মাউস ও কিবোর্ড উদ্ধার করা হয়।

 গ্রেফতার ইফাত মোল্লা রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে।

 গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় গ্রেফতারকৃত ইফাত মোল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একই দিন দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ