ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
গোয়ালন্দে বিদাতি কর্মকান্ড বন্ধে কৃষকলীগ নেতাকে আলেম-ওলামাদের আলটিমেটাম
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-১৭ ১৪:১৯:৫২

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমকে বিদাতি কর্মকান্ড বন্ধ করার জন্য আলটিমেটাম দিয়েছে আলেম-ওলামারা।

 তার বিরুদ্ধে উগ্রবাদী বক্তব্য প্রদান, প্রতিবন্ধী ছেলের মৃত্যুর পর বাড়ীর আঙিনায় মাজার তৈরি করে গান বাজনাসহ শিরক ও বিদাতি কার্যক্রমসহ নানাবিধ অভিযোগ রয়েছে।

 গত ১৬ই ফেব্রুয়ারী বাদ এশা নামাজের পর উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওয়াহেদ শেখের পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা ও প্রতিবাদ সভার মাধ্যমে এ সকল কর্মকান্ড বন্ধের দাবীতে এ আল্টিমেটাম দেয়া হয়। সভাটি রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। সভায় কয়েক শত তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। 

 স্থানীয় আলেম ও গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির নেতৃবৃন্দ তৌহিদী জনতার ব্যানারে আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করে।

 সভায় গোয়ালন্দ পৌরসভা ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমেদ, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদ, প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোঃ কোরবান আলী, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা তারেক বিল্লাহ, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 বক্তারা রহিম বিডিআরের উদ্দেশ্যে বলেন, আপনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর। তাদের ছত্রছায়ায় বেশ কয়েক বছর ধরে নিজের বাড়ীর আঙিনায় গান বাজনার নাম করে ইসলাম বিরোধী কার্যকলাপ করে আসছেন। পুনরায় এ ধরণের চেষ্টা করলে তৌহিদী জনতা চুপ করে বসে থাকবে না। প্রশাসন আপনার বাড়ীর গান-বাজনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরও বিএনপি নেতা কর্মীদের পিছনে ঘুরে গান-বাজনা করার চেষ্টা করছেন। আপনার এরূপ কার্যক্রম অব্যাহত থাকলে তৌহিদী জনতা আপনার বাড়ীর দিকে লং মার্চ নিয়ে রওনা হবে এবং যে কোন উদ্ভুত পরিস্থিতির দায় আপনাকে নিতে হবে।

 বক্তারা আরো বলেন, রহিম বিডিআর গোয়ালন্দের ইমাম মাহাদী দাবীদার ভন্ড নুরাল পাগলার এজেন্ট হিসেবে কাজ করছে।

 আলেম ওলামারা পরবর্তীতে নুরাল পাগলার বিষয়ে কর্মসূচী ঘোষণা করবে। তারা বলেন, গোয়ালন্দ উপজেলার যেখানেই গান বাজনা হবে, সেখানেই ইমাম কমিটি প্রতিহত করবে।

 এ বিষয়ে গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা বলেন, আমরা রহিম বিডিআরকে তাওবা করে হক পথে আসার আহ্বান জানাচ্ছি।  তিনি যদি নিজ বাড়ীতে গান-বাজনার পরিবর্তে ধর্মীয় মাহফিলের আয়োজন করে তবে আমরা উপস্থিত থেকে তাকে সকল ধরণের সহযোগিতা করব। এর ব্যতিক্রম কিছু করার চেষ্টা করলে শতশত তৌহিদী জনতা তার বাড়ীর অভিমুখে লংমার্চ করবে।

 
কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ